মৌলভীবাজারে করোনার উপসর্গে তিনজনের মৃত্যু, শনাক্ত ১০৬
মৌলভীবাজারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আরও ১০৬ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন। আজ সোমবার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৩০৯ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৩ শতাংশ।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান তিনজন। তারা হলেন কমলগঞ্জের আব্দুল হক (৬০), শ্রীমঙ্গলের সিরাজ মিয়া (৬১) ও মৌলভীবাজার সদর উপজেলার ফুলজান বিবি (১১০)।
তাদের মৃত্যু নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফয়ছল জামান।
নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৬৭ জন, জুড়ীর একজন, শ্রীমঙ্গলের নয়জন, কমলগঞ্জের তিনজন, বড়লেখায় চারজন, কুলাউড়ায় ১৯ জন, রাজনগরের তিনজন।
জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৯টি নমুনা পরীক্ষায় ১০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় ছয় হাজার ৫৪৯ জনের করোনা পজিভিভ শনাক্ত হয়। সুস্থ হয়েছেন চার হাজার ৪০৩ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৮২ জন। সরকারি হিসাবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছে ৬৪ জন।