ময়মনসিংহে ট্রাকচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৫
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালীপাড়া এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন নারী রয়েছেন। প্রাথমিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-উচাখিলপা গ্রামের নিজাম উদ্দিন ও তাঁর স্ত্রী হোসনে আরা। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আজ রোববার রাত সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধারে অভিযান চালায়। ত্রিশাল থেকে বালিপাড়াগামী একটি সিএনজি অটোরিকশাকে পিছন দিক থেকে একই দিকে চলমান একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে নিহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।