যশোরে ছাত্রাবাস থেকে অস্ত্র গুলি বোমা মাদক উদ্ধার
যশোর শহরতলির শেখহাটি এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে একটি বিদেশি শটগান, একটি পিস্তল, পাঁচটি বোমা, বোমা তৈরির সরঞ্জাম, দেশি অস্ত্র, বিদেশি মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আটক হওয়া তিনজন হলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক ইসলাম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু হেনা রোকন ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউন।
যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কাজী ছাত্রাবাসে অভিযান চালায় তারা। এ সময় সেখানকার বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে একটি বিদেশি শটগান, একটি পিস্তল, পাঁচটি বোমা, শটগানের পাঁচটি গুলি, ইয়ারগানের বিপুল পরিমাণ গুলি, বোমা তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
ওই ছাত্রাবাসটি স্থানীয় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও অস্ত্রভাণ্ডার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এ ছাড়া সেখান থেকে অস্ত্র ও মাদক চোরাচালানের সিন্ডিকেট পরিচালনা করা হতো বলে জানিয়েছেন পুলিশ সুপার।