যশোরে টিকটক করতে গিয়ে নিহত ২
টিকটক ভিডিও বানাতে গিয়ে দুই বন্ধুর দুই মোটরসাইকেল হলো মুখোমুখী। আর তাতেই প্রাণ গেল দুজনেরই। এমন ঘটনা ঘটেছে যশোরে।
নিহতদের একজন ইসমাইল হোসেনের (২২) বাড়ি শহরের মোল্যাপাড়ায়। অপর নিহত আল আমিনের (২২) বাড়ি সিটি কলেজ পাড়ায়।
স্থানীয়রা জানান, আজ বুধবার বিকেল ৪টার দিকে যশোর শহরের শেখহাটি বাবলাতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা আরও জানান, দুই মোটরসাইকেল দুদিক থেকে এসে মুখোমুখী সংঘর্ষ ঘটায়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবকই গুরুতর আহত হন। পরে লোকজন তাঁদেরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নিহত আল আমিনের বন্ধু রাকিব জানান, মোটরসাইকেলে ক্যামেরা লাগিয়ে তারা টিকটক ভিডিও তৈরি করছিলেন। দুপাশ থেকে দুজন দ্রুত মোটরসাইকেল চালিয়ে মুখোমুখি পৌঁছে হঠাৎ থেমে যাওয়া ও সামনের চাকা উঁচু করার কথা ছিল। কিন্তু, শেষ মুহূর্তে একটি ইজিবাইক সামনে চলে আসায় তাঁদের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান। হাসপাতালে আনার পর ইসমাইলের মৃত্যু হয়।
নিহত আল আমিনের চাচাতো ভাই মনিরুল ইসলাম জানান, মোবাইল ফোনে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন নিয়ে হাসপাতালে এসেছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু তারা জানেন না।