যশোরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স পাঁচ থেকে আট বছরের মধ্যে। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—বাঘারপাড়ার হারুন মোল্যার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও সাঈদ মোল্যার ছেলে হোসাইন (৫)।
বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান সরদার জানান, দুপুরে ওই এলাকার চার শিশু খেলতে খেলতে পাশের পুকুরে নামে। তাদের মধ্যে তিনটি শিশু পুকুরে ডুবে যায়। আরেক শিশু দৌঁড়ে বাড়ি ফিরে বিষয়টি অন্যদের জানায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে জাল ফেলে তিন শিশুকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, ‘পুকুরটি গভীর ও বাচ্চারা সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়েছে।’