যুবলীগ নেতা বাদল হত্যা : ‘শীর্ষ সন্ত্রাসী’ সাদ্দাম গ্রেপ্তার
চট্টগ্রামের আলোচিত যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার অন্যতম আসামি গোলাম রসুল ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ভোররাতে নগরীর বায়েজীদ থানাধীন শেরশাহ এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নগরী ও দেশের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজীদ জোনের সহকারী কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও কার্তুজ জব্দ করা হয়।’
পরিত্রাণ তালুকদার বলেন, সাদ্দামের বিরুদ্ধে নগরীর বায়েজীদ, খুলশী, নোয়াখালীর সেনবাগ থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলার রয়েছে।