রংপুরের তারাগঞ্জে নাইট কোচের ধাক্কায় দুজনের মৃত্যু, আহত ৩
রংপুরের তারাগঞ্জে পূজামণ্ডপ দেখতে বেরিয়ে নাইটকোচের ধাক্কায় প্রাণ গেছে ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রীর। এ ঘটনায় আহত আরও তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইন চার্জ শেখ মাহবুব মোর্শেদ জানান, রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ পেছন থেকে ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চার যাত্রী ও চালক ছিটকে মহাসড়কে পড়ে। স্থানীয় জনতা ও পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারাগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামের সুবল চন্দ্রের ছেলে রতন সরকার (৩০) ও একই গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে পবিত্র কুমার (১৫) মারা যায়। বর্তমানে আহত লিটন চন্দ্র (২৫) ভোলা চন্দ্র (২৮), সাহেব আলী (২১) চিকিৎসাধীন রয়েছে, এদের অবস্থা আশংকাজনক বলে জরুরী বিভাগের চিকিৎসকরা জানান।
হতাহতরা ভ্যানে চড়ে পুজা মন্ডপ ঘুরছিলেন বলে জানান আহত ভ্যান চালক সাহেব আলী। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মো. মাহাবুব মোর্শেদ জানান, বাসসহ ড্রাইভার পালিয়ে গেছে, তাকে আটকের জন্য হাইওয়ের বিভিন্ন থানাকে বেতার বার্তা পাঠানো হয়েছে।