সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না হত্যার মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রংপুরের একটি আদালত। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেবী রানী রায় এ আদেশ দেন।
এর আগে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে আদালতে হাজির করে পুলিশ। এদিন তাকে রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেবী রানী রায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সাবেক এই মন্ত্রীকে রংপুর কেন্দ্রীয় কারাগারে নেয় পুলিশ।
গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুর নগরীর ভাঙা মসজিদ এলাকায় জেলার কাউনিয়া উপজেলার আব্দুল মজিদের ছেলে মাহমুদুল হাসান মুন্না গুলিতে নিহত হয়। এ ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ৫ আগস্টের পর থেকে লালমনিরহাট-২ আসনের সাবেক এই সংসদ সদস্য আত্মগোপনে ছিলেন। পুলিশের কড়া নজরদারি শেষে গতকাল তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) ক্রাইম শিবলী কায়সার জানান, নুরুজ্জামান আহমেদ রংপুর ছাড়াও ঢাকায় দায়েরকৃত কয়েকটি মামলার আসামি।