রংপুর সিটি নির্বাচনে প্রার্থীরা পেলেন নির্বাচনি প্রতীক
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার মেয়র পদে ৯ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার আব্দুল বাতেন।
রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ১০টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়।
প্রতীক পেয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেবেন ভোটাররা।’
বর্তমান মেয়র ও জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘রংপুর জাতীয় পার্টির ঘাঁটি, তিনি অনেক উন্নয়ন করেছেন, তাই জনগণ তাকে ভোট দেবেন।’