রমজানে ১২ ঘণ্টা খোলা থাকবে ভারতীয় ভিসাকেন্দ্র
রমজান মাসজুড়ে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভারতীয় হাইকমিশনের সব ভিসা সেন্টারের কার্যক্রম পুরো খোলা থাকবে।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
আইভিএসির ওয়েবসাইটে বলা হয়েছে, আজ বুধবার থেকে পুরো রমজান মাসজুড়ে সমস্ত আইভিএসি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পাসপোর্ট জমা নেওয়া হবে। আর, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চলবে।
এদিকে, গত ২ বছর ধরেই করোনা মহামারির কারণে পর্যটন ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীদের যাতায়াত বন্ধ ছিল। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।