রাজধানীতে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার দেশে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৩২৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো এক হাজার ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ২২ হাজার ২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে, রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৫৬৫, যা দেশে মোট করোনা আক্রান্তের ৫৭ দশমিক ৩৮ ভাগ। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছে ৬৪২ জন। বাকি ৬৩১ জন দেশের অন্যান্য জেলায় শনাক্ত হয়েছে। আজ সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েব সাইট থেকে জানা যায়, রাজধানীর মধ্যে কাকরাইলে সবচেয়ে বেশি মানুষজ করোনায় আক্রান্ত হয়েছে। এই এলাকায় এ পর্যন্ত ২৯৮ জন রোগী শনাক্ত হয়েছে। এরপর যাত্রাবাড়ীতে ২৪২ জন, রাজারবাগে ২০৬ জন, মোহাম্মদপুরে ২১৩ জন, মহাখালীতে ২৩৫ জন ও মগবাজারে ১২৫ জন আক্রান্ত হয়েছে।
এ ছাড়া, মুগদায় ১৯৮ জন, লালবাগে ১২২ জন, তেজগাঁওয়ে ১৫০ জন, উত্তরায় ১১১ জন, বাবুবাজারে ১১৭ জন, বাসাবোতে ৬৫ জন, মালিবাগে ১১৪ জন, বংশালে ৮৪ জন, কামরাঙ্গীর চরে ৪৩ জন, মানিকনগরে ৩৫ জন, নারিন্দায় ৩২ জন, নাখালপাড়ায় ৩০ জন, পল্টনে ৩৬ জন, রামপুরায় ৬০ জন, রমনায় ৫০ জন, শান্তিনগরে ৩৮ জন আক্রান্ত হয়েছে।
বাড্ডায় ৯৭ জন, ধানমণ্ডিতে ১০৬ জন, ওয়ারীতে ৭১ জন, খিলগাঁওয়ে ৮৬ জন, মালিবাগে ১১৪ জন, মিরপুর ১ নম্বরে ৫৮ জন, মিরপুর ১১ নম্বরে ৪৯ জন, মিরপুর ১৪ নম্বরে ৪২ জন, মিটফোর্ডে ৩৮ জন, রামপুরায় ৬০ জন, রমনায় ৫০ জন, ইস্কাটনে ৪৩ জন, গ্রীনরোডে ৪০ জন, জুরাইনে ৪৬ জন, শাহবাগে ৭৩ জন, শ্যামলীতে ৭০ জন, গেন্ডারিয়ায় ৭৭ জন, মিরপুরে ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
স্বামীবাগে ৫০ জন, মান্ডায় ৩১ জন, আজিমপুরে ৩৮ জন, বনানীতে ৫৮ জন, হাজারীবাগে ৬৫ জন, শাখারীবাজারে ৩২ জন, আগারগাঁওয়ে ৭৮ জন, গুলশানে ৬৮ জন ও ফার্মগেটে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগে গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশে ২২ হাজার ২৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ ছাড়া, দেশে এখন পর্যন্ত মোট এক লাখ ৭৫ হাজার ৪৪৮ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।