রাজধানীতে সাংবাদিককে মারধরের অভিযোগ, এসআই প্রত্যাহার
রাজধানীর ওয়ারীর টিকাটুলির কে এম দাস রোডে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিনিধি ও আইনজীবী তুহিন হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার পর ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) মো. হান্নানুল ইসলাম।
মো. হান্নানুল ইসলাম বলেন, ‘পুলিশের মারধরের এই ঘটনায় তুহিন হাওলাদার আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ঘটার পর আমরা বিষয়টি জানতে পারি। এটি খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। বিষয়টি জানার পর অভিযুক্ত পুলিশকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।'
এসি আরো বলেন, ‘এই ব্যাপারে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) স্যার একটি তদন্ত কমিটি গঠন করবেন। তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কী কারণে এই মারধরের ঘটনা ঘটলো- এমন প্রশ্নের জবাবে মো. হান্নানুল ইসলাম বলেন, ‘যে এলাকাতে ঘটনাটি ঘটেছে সেই এলাকায় ওই সাংবাদিকের বাসা। ওই মহল্লার প্রবেশপথ বন্ধ করে রাখা হয়েছিল যাতে মানুষ প্রবেশ করতে না পারে। কিন্তু ওই স্থানে সাংবাদিকের বাসা হওয়াতে ঝামেলা বাঁধে। পুলিশ বলে যেতে দেবে না, আর সাংবাদিক যাবেন। এরপরই মারধরের ঘটনার সূত্রপাত।'