রাজধানীতে হাজার বোতল ফেনসিডিলসহ দুজন আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/12/phensedyl.jpg)
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার এক হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ছবি : সংগৃহীত
রাজধানীতে এক হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণি এনার্জি প্যাক ইলেকট্রনিকস এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন নুরে আলম ওরফে লিটন মোড়ল (৪৯) ও চালক মো. সুজন হোসেন (৩০)। এ সময় তাদের কাছে থেকে একটি ট্রাক জব্দ করা হয়। এরই মধ্যে ওই দুজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে গোয়েন্দা শাখার গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কখনো আলু, কখনো সবজিভর্তি ট্রাকের মাধ্যমে অভিনব কায়দায় মাদকদ্রব্য জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।