রাজধানীর করোনা পরিস্থিতি দেখে নিন
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৭৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৫৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আট হাজার ৭৯০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এর মধ্যে রাজধানী ঢাকায় এই পর্যন্ত সর্বাধিক চার হাজার ৩০৯ জন রোগী শনাক্ত হয়েছে। যা দেশের মোট আক্রান্তের ৫৬.০২ ভাগ। এর মধ্যে রাজধানী ঢাকায় মোট ৯৫ জন মৃত্যুবরণ করেছে। এ ছাড়া রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৩৩৪ জন শনাক্ত হয়েছে।
আজ শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এবার রাজধানীর করেনা পরিস্থিতি দেখুন :
রাজধানীর আব্দুল্লাহপুরে দুজন, আদাবরে ১২ জন, আমিনবাজারে দুজন, আমলাপাড়ায় দুজন, আগারগাঁওয়ে ২০ জন, আরমানিটোলায় তিনজন, আরামবাগে দুজন, আশকোনায় একজন, আজিমপুরে ২১ জন। বাবুবাজারে ৩৫ জন, বাড্ডায় ৪১ জন, বেইলি রোডে চারজন, বনানীতে ১৩ জন, বাংলামোটরে তিনজন, বংশালে ৫৮ জন, বানিয়ানগরে একজন, বনশ্রীতে দুজন, বাসাবোতে ৩৪ জন, বিজয়নগরে একজন, বসুন্ধরায় ১৩ জন, বেগুনবাড়িতে দুজন, বেগমবাজারে একজন, বেড়িবাঁধে একজন, বারিধারায় সাতজন, বসিলাতে একজন, বুয়েট এলাকায় একজন, বকশিবাজারে পাঁচজন।
ক্যান্টনমেন্টে আটজন, দক্ষিণখানে একজন, সেন্ট্রাল রোডে দুজন, এ্যালিফ্যান্ড রোডে ১১ জন, চাঁনখারপুলে ৩১ জন, ধনিয়ায় পাঁচজন, চকবাজারে ৩২ জন, ফরিদাবাদে একজন, ঢাকেশ্বরীতে একজন, ডেমরায় ১০ জন, ধানমন্ডিতে ৩৮ জন, ধোলাইখালে দুজন, দয়াগঞ্জে দুজন, দোলাইপারে দুজন, ধলপুরে চারজন, ইস্কাটনে ১৩ জন, ফার্মগেটে ১৮ জন, ফকিরাপুলে দুজন, ফরাশগঞ্জে দুজন।
গেণ্ডারিয়াতে ৪৮ জন, গোলারটেকে একজন, গোরানে চারজন, গণকটুলিতে তিনজন, গ্রিনরোডে ১২ জন, গোলাপবাগে পাঁচজন, গোপীবাগে ১৯ জন, গুলিস্তানে সাতজন, গুলশানে ৩২ জন, হাতিরঝিলে ছয়জন, হাতিরপুলে চারজন, হাজারিবাগে ৩৮ জন, ইব্রাহিমপুরে দুজন, ইসলামপুরে দুজন, জেলগেটে দুইজন, যাত্রাবাড়ীতে ১০১ জন, ঝিগাতলায় সাতজন, জুরাইনে ৩২ জন, কল্যাণপুরে ছয়জন, কাঁঠালবাগানে একজন, কচুক্ষেতে একজন, কামরাঙ্গীরচরে ২৪ জন, কলাবাগানে সাতজন, কদমতলীতে ছয়জন, কমলাপুরে চারজন, কুড়িলে দুজন, কাজীপাড়ায় ১০ জন, কাকরাইলে ১৫০ জন, কাজলায় তিনজন, কারওয়ানবাজারে ১০ জন, কুতুবখালিতে ছয়জন, কলতাবাজারে একজন।
খিলগাঁতে ৩৯ জন, খিলক্ষেতে চারজন, কোতোয়ালিতে ১১ জন, কুড়িলে দুজন, লালবাগে ৭৮ জন, লক্ষ্মীবাজারে ১২ জন, মাদারটেকে তিনজন, মালিটোলায় চারজন, মালিবাগে ৬২ জন, মান্ডায় ১০ জন, মানিকনগরে চারজন, মাটিকাটায় চারজন, মান্ডায় ১৫ জন, মানিকনগরে পাঁচজন, মানিকদীতে একজন, মাতুয়াইলে পাঁচজন, মেরাদিয়াতে পাঁচজন, মীর হাজারীবাগে পাঁচজন, মিরপুর ১ নম্বরে ৩২ জন, মিরপুর ২ নম্বরে দুজন, মিরপুর ৬ নস্বরে ৯ জন, মিরপুর ১১ নম্বরে ৩১ জন, মিরপুর ১৩ নম্বরে তিনজন, মিরপুর ১২ নম্বরে ১৮ জন, মিরপুর ১৪ নম্বরে ৩৭ জন, মিটফোর্ডে ৩৮ জন, মগবাজারে ৪৩ জন, মহাখালীতে ৭১ জন, মোহনপুরে একজন, মনিপুরে একজন, মোহাম্মদপুরে ৮১ জন, মতিঝিলে চারজন, মুগদায় ৮০ জন।
নওয়াবপুরে দুজন, নবাবগঞ্জে চারজন, নারিন্দায় ১১ জন, নাজিরাবাজারে ৯ জন, নাখালপাড়ায় ১৫ জন, নায়েববাজারে সাতজন, নিকুঞ্জতে একজন, নীলক্ষেতে চারজন, নিউমার্কেটে ১০ জন, নয়াবাজারে আটজন, নীমতলিতে পাঁচজন, পীরেরবাগে তিনজন, পোস্তাগলায় পাঁচজন, পল্টনে ২৯ জন, পুরানা পল্টনে ২৭ জন, পল্লবীতে আটজন, রসুলপুরে একজন, রূপগঞ্জে একজন, পুরানা পল্টনে ২৯ জন, পোস্তাগলায় ছয়জন, রাজারবাগে ১৬৫ জন, রামপুরাতে ২৬ জন, রমনায় ১২ জন।
সবুজবাগে সাতজন, সদরঘাটে তিনজন, রাজারবাগে ৭২ জন, রায়েরবাজারে পাঁচজন, রায়েরবাগে একজন, রাজাবাজারে একজন, সায়েদাবাদে আটজন, সেগুনবাগিচায় চারজন, শাহাজাহানপুরে ১৫ জন, শাহ আলীবাগে দুজন, শাহবাগে ৫১ জন, শান্তিবাগে ১০ জন, শান্তিনগরে ১৫ জন, শ্যামলীতে ২৯ জন, শ্যামপুরে একজন, সোয়ারীঘাটে তিনজন, সিদ্ধেশ্বরীতে চারজন, শাঁখারীবাজারে ২৮ জন, টঙ্গীতে ১০ জন।
তাঁতিবাজারে সাতজন, শেওড়াপাড়ায় আটজন, শেখেরটেকে একজন, টিকাটুলি ১৭ জন, স্বামীবাগে ৩৬ জন, সিদ্ধেশ্বরীতে চারজন, সূত্রাপুরে ১৯ জন, শনির আখড়ায় ১৬ জন, তেজগাঁওয়ে ৫৫ জন, তেজতুরিবাজারে চারজন, টোলারবাগে ১৯ জন, উর্দু রোডে একজন, উত্তরায় ৬৩ জন, ভাটারায় পাঁচজন ও ওয়ারীতে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।