রাজধানীর কোন এলাকায় কতজন করোনা আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ৮৩৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
দেশের সবচেয়ে বেশি আক্রান্ত রোগী রয়েছে রাজধানী ঢাকায়। ঢাকায় এই পর্যন্ত ৭৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া ঢাকা জেলায় আক্রান্ত হয়েছে ২৮ জন। রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুরে সর্বাধিক রোগী আক্রান্ত হয়েছে। এরপরেই রয়েছে যাত্রাবাড়ীতে।
আজ শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইট থেকে জানা গেছে, রাজধানীর আদাবরে পাঁচজন, আগারগাঁওয়ে দুজন, আরমানিটোলায় একজন, আশকোনায় একজন, আজিমপুরে ১১ জন, বাবুবাজারে ১১ জন, বাড্ডায় আটজন, বেইলি রোডে তিনজন, বনানীতে আটজন, বংশালে ১৫ জন, বানিয়ানগরে একজন, বাসাবোতে ১৭ জন, বসুন্ধরায় পাঁচজন, বেগুনবাড়িতে একজন, বেগমবাজারে একজন, বেড়িবাঁধে একজন, বারিধারায় একজন, বসিলাতে একজন, বুয়েট এলাকায় একজন, ধানমণ্ডির সেন্ট্রাল রোডে একজন, চাঁনখারপুলে একজন, চকবাজারে ১০ জন, ঢাকেশ্বরীতে একজন, ডেমরায় দুইজন, ধানমণ্ডিতে ১৮ জন, ধোলাইখালে একজন, দয়াগঞ্জে একজন, ইস্কাটনে ছয়জন, ফার্মগেটে একজন, গেন্ডারিয়াতে ১৪ জন, গোরানে একজন, গ্রিনরোডে ১০ জন, গোপীবাগে তিনজন, গুলিস্তানে দুজন, গুলশানে ১৩ জন, হাতিরঝিলে একজন, হাতিরপুলে তিনজন, হাজারিবাগে ১৫ জন, ইসলামপুরে দুজন, জেলগেটে দুইজন, যাত্রাবাড়ীতে ২৩ জন, ঝিগাতলায় পাঁচজন, জুরাইনে তিনজন, কল্যাণপুরে একজন, কচুক্ষেতে একজন,
কামরাঙ্গীরচরে চারজন, কাজীপাড়ায় তিনজন, কারওয়ানবাজারে একজন, খিলগাঁতে একজন, কদমতলীতে দুইজন, কোতোয়ালিতে চারজন, কুড়িলে একজন, লালবাগে ২১ জন, লক্ষ্মীবাজারে চারজন, মালিবাগে চারজন, মানিকদিতে একজন, মাতুয়াইলে একজন, মালিটোলাতে একজন, মীরহাজারীবাগে দুজন, মিরপুর ৬ নম্বর সেকশনে তিনজন, মিরপুর ১০ নম্বরে সাতজন, মিরপুর ১১ নম্বরে ১৩ জন, মিরপুর ১২ নম্বরে ১১ জন, মিরপুর ১৩ নম্বরে দুজন, মিরপুর ১ নম্বরে আটজন, মিরপুর ১৪ নম্বরে ছয়জন, মিটফোর্ডে ১৭ জন, মগবাজারে ১১ জন, মহাখালীতে ১২ জন, মোহনপুরে একজন, মোহাম্মদপুরে ২৬ জন, মতিঝিলে একজন, মুগদায় তিনজন, নওয়াবপুরে একজন, নবাবগঞ্জে দুইজন, নারিন্দায় তিনজন, নাখালপাড়ায় পাঁচজন, নিকুঞ্জতে একজন, পীরেরবাগে দুজন, পুরানা পল্টনে দুইজন, রাজারবাগে ১৩ জন, রামপুরাতে চারজন, সবুজবাগে দুইজন, সদরঘাটে একজন, রায়েরবাজারে একজন, সায়েদাবাদে একজন, শাহ আলীবাগে দুজন, শাহবাগে ছয়জন, সাইন্সল্যাবে একজন, শান্তিবাগে একজন, শান্তিনগরে সাতজন, শ্যামপুরে একজন, সোয়ারীঘাটে তিনজন, সিদ্ধেশ্বরীতে তিনজন, শাঁখারীবাজারে ছয়জন, শ্যামলীতে চারজন, শেওড়াপাড়ায় একজন, শেখেরটেকে একজন, সিদ্ধেশ্বরীতে তিনজন, সূত্রাপুরে নয়জন,
শনির আখড়ায় একজন, তেজগাঁওয়ে ১৬ জন, তেজতুরিবাজারে একজন, টোলারবাগে ১৯ জন, উর্দু রোডে একজন, উত্তরায় ২০ জন, ভাটারায় একজন ও ওয়ারীতে ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।