রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২
রাজশাহীতে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন দাসপুকুর এলাকার সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০)। জয়নাল রাজশাহী সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের ভাতিজা। আর নিহত শফিকুল ইসলাম রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক। তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন।
সংঘর্ষের পর শফিকুল ইসলাম ও জয়নাল আবেদীনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, যে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ হয়েছে, সেই জমি নিয়ে নিহত শফিকুল ইসলাম ও তার বড় ভাই আব্দুস সালাম এক পক্ষ ছিলেন। অন্যপক্ষে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন ও তাঁর ভাই নগরীর তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘একটি জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত কয়েকজনকে হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। আহতদের বেশির ভাগই মাথায় আঘাত পেয়েছেন।’
ওসি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে পুলিশের অভিযান চলছে।’
এর আগে বিরোধপূর্ণ জমি নিয়ে প্রতিপক্ষকে ভয় দেখাতে তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিনের ছেলে সেলিম মুর্শেদ শাফিন ও তাঁর চাচাতো ভাই রানা হোসেন পিস্তল দেখাচ্ছেন।- এমন একটি ভিডিও কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর গত রোববার রাতে রানা ও শাফিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।