রাজশাহীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিব মো. আশরাফ সিদ্দিকী বিটুর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে রাজশাহী থেকে সাজ্জাদ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজ্জাদ আলীর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামে। নগরীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকায় তিনি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। ভাড়া বাসা থেকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোনসেট ও একটি ল্যাপটপ জব্দ করেছে পুলিশ। এর আগে দুর্গাপুর থেকে পিস্তলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি জেলহাজতে ছিলেন।
পুলিশ জানায়, সাজ্জাদ আলী দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিব পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে ফোন করে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চাকরির তদবির ও অর্থ দাবিসহ বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করে আসছিলেন।
সর্বশেষ গত মঙ্গলবার সাজ্জাদ আলী ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মোবাইল ফোনে কল করে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিব মো. আশরাফ সিদ্দিকী বিটু পরিচয় দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার তারিখ জানতে চান। এ সময় তিনি দ্রুত কমিটি ঘোষণার পাশাপাশি মহিউদ্দিন মাহমুদ জয়কে কমিটিতে না রাখতে নির্দেশ দেন। বিষয়টি শুনে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মাহমুদ জয় নগরীর রাজপাড়া থানায় অভিযোগ করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী ও তাঁর টিম মহিউদ্দিন মাহমুদ জয়ের অভিযোগের সত্যতা যাচাই করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে। এরপর গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইবার ক্রাইম ইউনিটের তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. মকবুল হোসেনের টিম নগরীর বাজীহাটা এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।