রাজশাহীতে ভ্রাম্যমাণ করোনা পরীক্ষায় শনাক্তের হার ১২.০৫
রাজশাহী নগরীতে কমিউনিটি পর্যায়ে করোনার বিস্তার কতটুকু হয়েছে, তা জানতে ভ্রাম্যমাণ ফ্রি করোনা পরীক্ষা (র্যাপিড এন্টিজেন টেস্ট) করা হচ্ছে।
নগরীর পাঁচটি পয়েন্টে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ করোনা পরীক্ষায় গড় সংক্রমণের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ০৫।
সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার এ তথ্য দিয়ে জানান, আজ ৬৯৭টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, ‘নগরীর তালাইমারী মোড় এলাকার ভ্রাম্যমাণ ক্যাম্পে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৩৩ জনের মধ্যে নয় জনের করোনা পজিটিভ আসে। এখানে শনাক্তের হার দাঁড়ায় ৬ দশমিক ৭৬। নগরীর সাহেববাজারে ভ্রাম্যমাণ ক্যাম্পে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা পজিটিভ আসে। এখানে শনাক্তের হার দাঁড়ায় ১৬ দশমিক ৩৬। লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ ক্যাম্পে ১২২ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা পজিটিভ আসে। এখানে শনাক্তের হার দাঁড়ায় ১৯ দশমিক ৬৭। কোর্ট স্টেশন হড়গ্রাম পয়েন্টের ভ্রাম্যমাণ ক্যাম্পে ১৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে ১৬ জনের করোনা পজিটিভ আসে। এখানে শনাক্তের হার দাঁড়ায় ১০ দশমিক ৩২।
এ ছাড়া কোর্ট চত্বর পয়েন্টে ১২২ জনের নমুনা পরীক্ষায় আটজনের করোনা পজিটিভ আসে। এখানে শনাক্তের হার দাঁড়ায় ৬ দশমিক ৫৫ শতাংশ।
সিভিল সার্জন বলেন, ‘আমাদের কাছে এখন পর্যাপ্ত র্যাপিড এন্টিজেন কিট আছে। এগুলোর মাধ্যমে আগামীতে আরও ভ্রাম্যমাণ ক্যাম্প করে করোনা পরীক্ষা করা হবে।