রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ঘিরে হাতাহাতি
রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ঘিরে দুই দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে হাতাহাতির এ ঘটনা ঘটে বলে জানা গেছে। শেষ পর্যন্ত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি আর বের হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগ আজ বিকেলে শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় যোগ দিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় যুবলীগের নেতাকর্মীরা। বিকেল সোয়া ৪টার দিকে শোভাযাত্রা শুরুর আগে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের ভেতর ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর কার্যালয়ের বাইরে দুটি গ্রুপের কর্মী হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের পাশাপাশি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা আর বের করা হয়নি। পরে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।
সমাবেশ শেষে ফেরার সময় যুবলীগের দুই গ্রুপের মধ্যে আরেক দফা হাতাহাতি হয়। এ সময়ও পুলিশ ও দলীয় নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন দলীয় কার্যালয়ের সামনে এলে তাকে অভ্যর্থনা জানাতে যান মহানগর যুবলীগ নেতারা। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধাক্কা দেয় সভাপতি রমজান আলীর সমর্থকরা। এতে ক্ষুব্ধ হয় রনির লোকজন। এ ঘটনা ঘিরে দুই পক্ষের মধ্যে একাধিকবার হাতাহাতি হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি মহানগর যুবলীগের আগামী কমিটিতে সভাপতি পদ পেতে বেশকিছু দিন ধরে লবিং শুরু করেছেন। বিষয়টি ভালোভাবে নিতে পারছে না সভাপতি রমজান আলীর সমর্থকরা। ফলে বেশ কিছুদিন ধরে মহানগর যুবলীগ দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে দুই দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়ার বিষয়ে জানতে মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সঙ্গে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তারা কেউ ফোন ধরেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে ঘটনার সময় উপস্থিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার বলেন, যুবলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ কারণে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা না করে সংক্ষিপ্ত সমাবেশ ও বেলুন উড়িয়ে কর্মসূচি শেষ করা হয়েছে। তবে এ ঘটনা যারা ঘটিয়েছে, আমরা তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের জন্য যুবলীগকে সুপারিশ করব। তারা যদি পদক্ষেপ না নেয়, তবে বিষয়টি কেন্দ্রে জানানো হবে।