প্রথম রেল স্টেশন জগতির ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী
কুষ্টিয়ায় কেক কেটে দেশের প্রথম রেল স্টেশন জগতির ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নকশিকাঁথা ট্রেনের যাত্রাবিরতিসহ ছয় দফা দাবিতে ট্রেন আটকে রেখে স্থানীয়রা বিক্ষোভ করে।
আজ বিকেল পৌনে ৫টায় জগতি স্টেশনে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি বিক্ষুব্ধ জনতা আটকে দেয়।
এরপর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ট্রেনের যাত্রাবিরতির আশ্বাসে আড়াই ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। আশ্বাসের বাস্তবায়ন দেখা গেছে সন্ধ্যা সাড়ে ৭টায়। জগতি স্টেশনে নকশী কাঁথা মেইল ট্রেন যাত্রা বিরতি করলে বিক্ষুব্ধ জনতা উল্লাস প্রকাশ করে।
আন্দোলনকারীদের পক্ষে মাসুদ রানা জানান, জগতি রেলওয়ে স্টেশন দেশের প্রথম স্টেশন। অথচ এই স্টেশন অস্তিত্ব হারানোর পথে। ঐতিহ্য হারিয়েছে। শুধু শার্টল ট্রেন ছাড়া কোনো মেইল ট্রেন এই স্টেশনে যাত্রা বিরতি করে না। কর্তৃপক্ষের অবহেলার কারণে এমনটি হয়েছে। অবিলম্বে স্টেশনটির সংস্কারসহ ছয় দফা দাবি জানান তিনি ।
এদিকে, স্টেশনের ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।