রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বিজিবির ২ সদস্য নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
আজ শনিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিজিবি-৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের নায়েক আবু সাঈদ (৩৫) ও ল্যান্সনায়েক আবদুল বারী (৪০)। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, রাজশাহী সেক্টরের অধীনস্থ ইউনিটসমূহের বিসিএম গ্রেড-২ কোর্সের শিক্ষার্থীদের দিনাজপুর সেক্টরে পৌছে দেওয়ার জন্য রহনপুর ব্যাটালিয়নের একটি ট্রাক আজ সকাল সাড়ে ৬টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নে (৫৩ বিজিবি) যায়।
সেখান থেকে ২২ জন বিজিবি সদস্যকে নিয়ে ট্রাকটি রাজশাহী সেক্টরের উদ্দেশ্যে যাত্রা করে। পথে গোদাগাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন সাইনপুর ব্রিজ নামক স্থানে একটি বেসামরিক ট্রাক বিজিবির ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বিজিবির ট্রাকটি রাস্তার মধ্যে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির ল্যান্স নায়েক মো. জোবায়ের হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একই ব্যাটালিয়নের ল্যান্স নায়েক মো. আবু সাঈদ মারা যান। আহত অন্যান্য সৈনিকরা গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিজিবি সদস্যদের বহনকারী ট্রাকটিকে পেছন থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে বিজিবির গাড়িটি উল্টে গেলে হতাহাতের ঘটনা ঘটে।
ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।