রাজশাহীতে ৩৬ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে নগরীর নিউমার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় ৩৬ জন বীর মুক্তিযোদ্ধাকে এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা বুলবুল রাণী ঘোষ, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম ও আকবারুল হাসান মিল্লাত, শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়কারী দেবাশীষ প্রামাণিক দেবু ও অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. জামাত খান। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান সিরাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার অনুভূতি ব্যক্ত করে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন।