রাজশাহীর ঈদ জামাতে চলমান দাবদাহ থেকে মুক্তির প্রার্থনা
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভাগীয় শহর রাজশাহীতে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। আজ শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের হযরত শাহ মখদুম রূপোষ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত শুরু হয়। ঈদ জামাতে চলমান দাবদাহ থেকে মুক্তির প্রার্থনা করা হয়।
জামাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি, জেলা প্রশাসক শামীম আহমেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন মহল্লার কয়েক হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেন।
নামাজে ইমামতি করেন জামিয়া ইসলামীয়া শাহ মখদুম রূপোষ (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। নামাজ শেষে দেশের শান্তি ও চলমান দাবদাহ থেকে পরিত্রাণ পেতে দোয়া করা হয়।
তবে, নগরীতে সকাল সাতটায় প্রথম ঈদ জামাত শুরু হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, টিকাপাড়া মহানগর ঈদগাহ, উপশহর কেন্দ্রীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহে সকাল সাতটা থেকে নয়টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।