রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
রাজশাহী জেলায় ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। আজ বুধবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল চারজন। একই সঙ্গে কমেছে শনাক্তের হার। গতকাল মঙ্গলবারের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬ দশমিক ৯৩ শতাংশ, যা আগের দিন ছিল ২১ দশমিক ৪৫ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় রাজশাহীতে যে দুইজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের একজনের বাড়ি নগরীতে এবং অপরজনের বাড়ি তানোর উপজেলায়। একই সময়ে এক হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯৩ শতাংশ।
এদিকে, একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজের করোনা ইউনিটে ২০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে দুইজন ছিলেন করোনা পজিটিভ। অন্য ১৮ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। উপসর্গ নিয়ে মৃত অপর একজনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। করোনা পজিটিভ হয়ে যে দুইজনের মৃত্যু হয়েছে, তাদের বাড়ি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে।
হাসপাতালের পরিচালক জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৬৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৭ জন। বর্তমানে ৪৫৪টি করোনা বিশেষায়িত বেডের বিপরীতে ৪৭০ জন রোগী ভর্তি রয়েছে।