রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালের করোনা ইউনিটে করোনা নেগেটিভ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। সবমিলে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে মোট ১৪ জনের মৃত্যু হয়।
পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত ১০ জনের মধ্যে তিন জন রাজশাহীর, তিন জন নাটোরের, দুজন নওগাঁর, একজন পাবনার এবং একজন চাঁপাইনবাবগঞ্জের। আর যে চার জন করোনা নেগেটিভ ছিলেন, তাঁদের মধ্যে দুজন রাজশাহীর, একজন চাঁপাইনবাবগঞ্জের এবং অপরজন নাটোরের বাসিন্দা।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৬৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৮ জন। বর্তমানে হাসপাতালের ৪৫৪টি করোনা বেডের বিপরীতে ৫১৭ জন রোগী ভর্তি রয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে মারা গেছেন একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন এবং ৬১ বছরের ঊর্ধ্বে মারা গেছেন পাঁচ জন। মৃতদের মধ্যে নয় জন পুরুষ এবং পাঁচ জন নারী।
এদিকে, রাজশাহী জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার জেলায় এক হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষা করে ৩০৪ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৭ দশমিক ৫৯ শতাংশ।