রাতে হট্টগোলের শব্দ, সকালে মিলল ২ শিশুর লাশ
শুক্রবার মধ্যরাতে রাজধানীর দক্ষিণ গোড়ানের বাসাটি থেকে হট্টগোলের শব্দ শোনা যাচ্ছিল। প্রতিবেশিরা খোঁজ নিতে গেলে বাসার ভেতর থেকে কেউ দরজা খোলেনি। আজ শনিবার সকালে পুলিশ ওই বাসা থেকে দুই শিশু আলভি (৭) ও জান্নাতের (১১) লাশ উদ্ধার করে। তাদের গলা কাটা ছিল।
শিশু দুইটির মা আকতারুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা শিশু দুটির মা তাদের গলাকেটে হত্যা করে নিজে আত্মহত্যা করতে গায়ে আগুন ধরিয়ে দেয়।
শিশুর স্বজনেরা জানান, যৌতুক নিয়ে শিশুদের বাবা মোজাম্মেল হক বিপ্লবের সঙ্গে মা আকতারুন্নেসা পপির কলহ চলছিল। এরই জের ধরে শিশু দুইটি হত্যা করে আত্মহত্যা করতে চেয়েছিলেন পপি।
শিশু দুটির মামা ফারদিন শেখ জানান, কিছুদিন ধরে তাঁর বোন আকতারুন্নেসা পপির সঙ্গে তাঁর স্বামীর যৌতুক নিয়ে কলহের সৃষ্টি হয়। এরই জেরে তার বোন শিশুদুটিকে হত্যা করতে পারে বলেও জানান তিনি।
ফারদিন শেখ বলেন, ‘আমার বোন বলল, তিন চার মাস ধরে আমার দুলাভাই কোনো খরচ দেয় না। এমনকি ফোন দিয়ে বলে সে নাকি তার স্ত্রী-কন্যাদের দায়ভার নেবে না। মেয়েদের পড়াশোনা করাবে না। টাকা চায়। শ্বশুরবাড়ির লোকজও টর্চার করে।’
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা। ডিএমপির অপরাধ শাখার অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘মর্মান্তিক এই হত্যাকাণ্ডের সঙ্গে বাইরের কেউ জড়িত কি না, তাও অনুসন্ধান করে দেখা হবে।’
কৃষ্ণপদ রায় বলেন, ‘আমরা একবারে প্রাথমিক পর্যায়ে আছি। আমরা দেখছি ঘটনাটা কীভাবে ঘটল, কারা ঘটাল। মা ও শিশুদের একই ধরনের ইনজুরি পেয়েছি। শিশুদের বাড়তি ইনজুরি হচ্ছে গলা কাটা। আমরা কাজ করছি। কারা আসলে প্রকৃত খুনি তা বের করতে কাজ করছি।’
হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইমসিন বিভাগ ঘটনার আলামত সংগ্রহ করে লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।