রাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে আজ রোববার ভোর ৪টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ওই ছাত্রীর নাম মোবাসসিরা তাহসিন ইরা। তিনি রাবির আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসাইন জানান, ময়নাতদন্তের জন্য ওই ছাত্রীর লাশ রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন এলে তা বিস্তারিত জানা যাবে।