রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা কমছেই না। সেইসঙ্গে বাড়ছে রোগীর সংখ্যাও। এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।
বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, আজ রোববার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন সময় ১০ জন মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং নওগাঁর একজন। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। আজ সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছে ৩৭৭ জন। আগের দিন ভর্তি ছিল ৩৬৫ জন।
রামেকের করোনা ইউনিটে গত ১ জুন সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৯ জন, ৬ জুন ছয় জন, ৭ জুন সাত জন, ৮ জুন ৯ জন, ৯ জুন ৯ জন, ১০ জুন ৯ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩ জুন ১৩ জন, ১৪ জুন ১২ জন, ১৫ জুন ১২ জুন, ১৬ জুন ১৩ জন, ১৭ জুন ১০ জন, ১৮ জুন ১২ জন এবং ১৯ জুন ১০ জন মারা যায়।