রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।
এদিকে, রাজশাহী জেলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন গোদাগাড়ীর, দুজন পবার, একজন তানোরের এবং অপর একজন নগরীর। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু দাঁড়াল ১৮৭ জনে।
অন্যদিকে, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত মৃত ১৮ জনের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন। অন্য ১৫ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। করোনায় মৃত তিন জনের মধ্যে দুজন রাজশাহীর এবং একজন নওগাঁর বাসিন্দা। আর, উপসর্গ নিয়ে মৃত ১৫ জনের মধ্যে রাজশাহীর আট জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, নওগাঁর একজন, সিরাজগঞ্জের একজন এবং একজন কুষ্টিয়ার। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৭৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫২ জন। বর্তমানে হাসপাতালের ৪৫৪টি করোনা বেডে ৫০১ জন রোগী ভর্তি রয়েছে।
এ ছাড়া রাজশাহী জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এক হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যার শতকরা হার ১৭ দশমিক ৬৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৯ দশমিক ৫৭ শতাংশ। এক দিনের ব্যবধানে শনাক্ত কমেছে শতকরা এক দশমিক ৮৮ ভাগ।