রূপগঞ্জে ফের দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া বস্তিতে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৩০ এপ্রিল) দিনগত রাতে দফায় দফায় চলে এই সংঘর্ষ। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। এ ঘটনায় আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চনপাড়া বস্তিতে পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে। এর আগে গত ১১ এপ্রিল চনপাড়ায় মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চনপাড়া বস্তি এলাকায় মাদক ব্যবসায়ী জয়নাল গ্রুপের সদস্য মারুফকে মারধর করে রায়হান ও তার অনুসারীরা। এরপরই উভয় পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান, চালানো হয় লুটপাট। সংঘর্ষ চলাকালে গুলির শব্দ শোনা গেছে বলেও জানান তারা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ‘স্থানীয় মাদক ব্যবসায়ীরা প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে। বিশেষ করে সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটছে। তারই ধারাবাহিকতা গতকাল গভীর রাতে সংঘর্ষ হয়। পুলিশ সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।’
চাইলাউ মারমা আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ারসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে কিছু গাঁজাও জব্দ করা হয়। পুলিশের অভিযানে চনপাড়ার ভেতরে থাকা মাদকের অনেকগুলো স্পট গুড়িয়ে দেওয়া হয়।