রূপনগরের বস্তি পুড়ে ছাই, নিয়ন্ত্রণে আগুন
রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার পেছনের খালপাড়ের একটি বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় বস্তির কয়েকশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।
এরশাদ হোসেন বলেন, ‘আগুনের ঘটনা শোনার পরপরই সেখানে ফায়ার সার্ভিস চলে যায়। একে একে ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।’
এদিকে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে যোগ দেন।