রোগীরা টেস্ট করে না, গোপন করে যায় : স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জন হয়েছে। নতুন করে আরো ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ৮৩৮ জন আক্রান্ত হলো। এ ছাড়া নতুন করে নয়জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৫৮ জন।
আজ শুক্রবার অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি আরো বলেন, ‘বর্তমানে নমুনা পরীক্ষা কার্যক্রম আরো বাড়ানো প্রয়োজন। কিন্তু সমস্যা হচ্ছে, রোগীরা টেস্ট করে না, গোপন করে যায়। ফলে চিকিৎসক আক্রান্ত হচ্ছে, এই আচরণ আশঙ্কাজনক। তাই বেশি করে টেস্ট করতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, গত ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছে নয়জন। মোট আরোগ্য লাভ করেছে ৫৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৯০টি। আমরা আরো পরীক্ষা-নিরীক্ষা করব আগামীতে। তিনি বলেন, বর্তমানে সব হাসপাতালে ট্রিটমেন্ট গাইড লাইন দেওয়া হয়েছে। হাসপাতালে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এর কোনো সংকট নেই। ২০টি ল্যাব স্থাপন করা হয়েছে, এগুলো সহজে স্থাপিত হয়নি। আমাদের জানা ছিল না, কতগুলো ল্যাব লাগতে পারে। এগুলো অন্য দেশ থেকে আমদানি করে আনতে হয়। যেখানে আমদানি বন্ধ ছিল... বিভিন্ন উপায়ে, বিভিন্নভাবে এগুলো স্থাপন করা হয়েছে।'
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশের বেশি মানুষের কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। অন্যদের অক্সিজেনসহ কিছু ওষুধ লাগতে পারে। আইসিইউ, ভেন্টিলেটর এবং প্রস্তুতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই ব্যবস্থার উন্নয়নে প্রতিনিয়ত কাজ চলছে।