রোহিঙ্গাদের ফেরতের পরিবেশ এখনও তৈরি হয়নি : মিশেল ব্যাচেলেট
বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার মিশেল ব্যাচেলেট মনে করেন, বাংলাদেশ থেকে মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসন স্বেচ্ছায়, নিরাপদে ও সঠিক পন্থায় হতে হবে। এটা নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরতের পরিবেশ এখনও তৈরি হয়নি।
আজ বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক আলোচনা সভায় মিশেল ব্যাচেলেট এসব কথা বলেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার বলেন, ‘রোহিঙ্গারা ফেরত যেতে চায়। তবে, এটি হতে হবে স্বেচ্ছায় ও নিরাপদ পরিবেশে। সেখানে তাদের ফেরত যাওয়ার পরিবেশ এখনো তৈরি হয়নি। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সহযোগিতা করতে হবে।’
ব্যাচেলেট বলেন, ‘অতীতে রোহিঙ্গাদের ফেরত যাওয়া নিয়ে আলোচনা শুরু হলেও করোনার কারণে এ প্রক্রিয়া বর্তমানে বন্ধ রয়েছে। বর্তমানে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সংকটপূর্ণ। সেখানে বেশ অস্থিতিশীল পরিবেশ বিজার করছে।’