লোডশেডিং জাদুঘরের আলমিরা থেকে কীভাবে বেরিয়ে এলো : রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জনগণের মাথায় বিদেশি লোনের বোঝা রেখে তা তসরুপ করছেন শেখ হাসিনা। শুধু বিএনপি বলছে না, আন্তর্জাতিক গণমাধ্যমও বলছে, শেখ হাসিনার পায়ের তলায় মাটি নেই। তিনি বাংলাদেশকে তাসের ঘর বানিয়েছেন। কিছুদিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন, লোডশেডিং জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই লোডশেডিং জাদুঘরের আলমিরা থেকে কীভাবে বেরিয়ে এলো।
কুড়িগ্রাম নীলারাম উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার বিকেলে জেলা কৃষক দল আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ ও ধানবীজ বিতরণ অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষের মাঝে ধানবীজ ও খাদ্য সহায়তা দেওয়া হয়।
তিনি আরও জানান, ঝিনাইদহের শৈলকুপায় হিন্দুদের ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও নারীদের ওপর নির্যাতন চালিয়েছে স্থানীয় আওয়ামী যুবলীগের ক্যাডার কাহিনী। এ বিষয়টি সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপজেলার আওয়ামী লীগ নেতা। তিনি সেই নেতার বক্তব্য মাইক্রোফোনে বাজিয়ে শোনান।
রিজভী বলেন, শেখ হাসিনা আগামী ২০২৩ সালে ইভিএম দিয়ে দিনে দুপরে ভোট ডাকাতির আর একটি নির্বাচন করতে চাচ্ছেন। কিছুদিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন, লোডশেডিং জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই লোডশেডিং জাদুঘরের আলমিরা থেকে কীভাবে বেরিয়ে এলো। গ্রামে ৭ থেকে ৮ ঘণ্টা এবং এখন ঢাকাতেও প্রতিদিন ৪ থেকে ৫ ঘণ্টা লোডশেডিং হয়। কুড়িগ্রামের শহর রক্ষা বাঁধ নির্মাণ করেছে জিয়াউর রহমান। দেশের উন্নয়নে কাজ করেছে জিয়াউর রহমান ও বিএনপি। আর লুটপাটের মেগা উন্নয়ন করছেন শেখ হাসিনা। তাতে জনগণের কি লাভ।
এসময় আরও বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা কৃষক দলের আহ্বায়ক খলিলুর রহমান, সদস্য সচিব রিপন রহমান, জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রবিউল আলম সৈকত, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।