শরীয়তপুরে আগুনে পুড়ে গেছে ৭ দোকান ও স্কুলঘর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/08/sariatpur_fire.jpg)
শরীয়তপুরের জাজিরার পশ্চিম নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ঘর। ছবি : এনটিভি
শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আগুনে পশ্চিম নাওডোবা বাজারের সাতটি দোকান ও একটি কিল্ডার গার্টেন স্কুলঘর পুড়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, ‘গতকাল রাতে পশ্চিম নাওডোবা বাজারের একটি মিষ্টির দোকানে আগুন জ্বলতে দেখে দারোয়ান চিৎকার করেন। পরে বাজারের মাইকে আগুন লাগার খবর জানালে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও জাজিরা ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা ছুটে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই বাজারের সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এ সময় বাজারের পাশে থাকা একটি কিল্ডার গার্টেন স্কুলের ঘরসহ কাগজপত্রও পুড়ে গেছে।’