শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, চবি শিক্ষার্থীদের হাতে ৩ জন আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে প্রায়ই বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে আহত হচ্ছেন শিক্ষার্থীরা।
গতকাল শনিবার রাতেও বিশ্ববিদ্যালয়গামী শাটলে ঘটে পাথর ছোড়ার ঘটনা। পরে শিক্ষার্থীরা ধাওয়া করে তিন জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।
পরে মাদকদ্রব্যসহ ওই তিন জনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। জিজ্ঞাসাবাদের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশের কাছে সোপর্দ করে। আটক করা তিন জনের বয়স ১২ থেকে ১৪ বছর। এর মধ্যে এক জন কিশোরী রয়েছে।
আইন বিভাগের শিক্ষার্থী মো. আরিফ বলেন, ‘চবি শাটল ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে থামার একটু আগে বাইরে থেকে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। ঢিলটা আমার মাথার পাশ দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে অসংখ্য ঢিল শাটল ট্রেনে পড়তে থাকে। আমরা ভয়ে সব জানালা নামিয়ে নিই।’
আরিফ আরও বলেন, ‘ক্যান্টনমেন্টে ট্রেন থামলে আমরা ধাওয়া করে তিন জনকে ধরে ফেলি। তল্লাশি করলে এদের কাছে মাদকদ্রব্য পাওয়া যায়।’
সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাভলু বলেন, ‘একাধিক বার শাটলে ঢিল ছোড়ার কারণে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এ জন্য আমরা অভিযানও চালিয়েছি। গতকাল রাতের শাটলে ঢিল ছোড়ার সময় তিন জনকে মাদকদ্রব্যসহ হাতেনাতে ধরে শিক্ষার্থীরা আমাদের কাছে নিয়ে আসে। এদের জিজ্ঞাসাবাদ করে অনেকের নাম পেয়েছি। পরবর্তীতে আরও তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করছি, দ্রুতই এই সমস্যার সমাধান হবে।’