শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ৯ এপ্রিল পর্যন্ত
করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় শিক্ষার্থীদের সার্বক্ষণিক বাসাবাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবুল খায়ের এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
আবুল খায়ের বলেন, ‘শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি গত ১৬ মার্চ সংবাদ সম্মেলন করে করোনাভাইরাসের কারণে সতর্কতামূলকভাবে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিলেন। আজ মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী এক ভিডিও বার্তায় এর মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেন।’
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই, কোনোভাবেই যাতে করোনাভাইরাসের বিস্তার না ঘটে। বিদেশ থেকে আসা কয়েকজনের মাধ্যমে এ ভাইরাস এরইমধ্যে শনাক্ত হয়েছে। আমরা এখনো এটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। এটা যাতে কোনোভাবেই দেশে ছড়িয়ে না পড়ে সেজন্যই আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করেছি।’
করোনাভাইরাসকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ বিষয়ে স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলারও পরামর্শ দেন মন্ত্রী।