শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অচলাবস্থা, চাপ নেই যাত্রীদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/29/simulia_0.jpg)
বন্যার পানির স্রোত আর করোনার প্রভাবে দেশের অন্যতম শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। মাত্র দুদিন পর ঈদ হলেও যাত্রীদের চাপ নেই ঘাট এলাকায়। তবে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় পণ্যবাহী পরিবহনের চাপ রয়েছে। দুই ঘাটে আটকে পড়েছে অন্তত তিন শতাধিক পণ্যবাহী পরিবহন।
ঘাট কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন ধরে বন্যার কারণে পদ্মা নদীতে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের লৌহজং চ্যানেলে ঘূর্ণায়মান স্রোত আর অসংখ্য ডুবোচরের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে এই ঘাট দিয়ে ছোট বড় সাতটি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে পণ্যবাহী পরিবহনের জট। তবে যাত্রীবাহী পরিবহনের খুব একটা চাপ নেই। ব্যক্তিগত পরিবহনও কিছুটা রয়েছে। ঈদ আসন্ন হলেও ঘরমুখো যাত্রীদের চাপ নেই বললেই চলে।
বর্তমানে এই নৌরুট দিয়ে ছোট বড় সাতটি ফেরি, ৫৬টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট চলাচল করছে। রাতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে।