শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধের কারাদণ্ড
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগে রাঙামাটিতে ষাটোর্ধ্ব বৃদ্ধ শহীদ মল্লিককে আট বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকার অর্থদণ্ডাদেশ দিয়েছেন রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ সোমবার দুপুরে এই মামলার রায় দেওয়া হয়।
একই মামলায় ডিএনএ আলামত গ্রহণে গাফিলতির দায়ে সিআইডির ডিএনএ পরীক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া নির্দেশনা প্রদান করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাঙামাটিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আসামি শহীদ মল্লিকের মুদি দোকানে পণ্য কিনতে গেলে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের শিকার হয়।
পরে মেয়েটির বাবা নানিয়ারচর থানায় মামলা দায়ের করলে দেড় বছরের মধ্যে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম ইসমাইল হোসেন এই রায় দেন।
রাঙামাটি জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) রফিকুল ইসলাম বলেন, শহীদ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আট বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অর্থদণ্ড থেকে প্রাপ্ত টাকা বাদীর পরিবারকে দেওয়া হবে। আসামি আগামী ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত অর্থ বাদীকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া মামলায় ব্যবহারযোগ্য আলামতের ডিএনএ পরীক্ষায় গাফিলতির কারণে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি বিভাগের ডিএনএ পরীক্ষক সৌরভ দে সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন আদালত।