শুরু হলো টানা ১০ দিনের ছুটি, ফাঁকা রাজধানী
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের ছুটি। আগামী ৪ এপ্রিল পর্যন্ত টানা সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। গণপরিবহনের পাশাপাশি, ট্রেন, লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ রয়েছে। ঢাকার রাস্তায় বিরাজ করছে সুনসান নীরবতা। দোকানপাটসহ সব ধরনের বিপণিবিতান বন্ধ রয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতসহ বিশ্বের একাধিক দেশ এরইমধ্যে লকডাউন ঘোষণা করেছে। গত ২৩ মার্চ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেন। এ সময় জনসাধারণকে বাসাবাড়িতে অবস্থান করতে বলেছেন তিনি।
গত ১৬ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ২৯ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরবর্তীতে এ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে দেখা গেছে অন্যদিনের চেয়ে ভিন্ন চিত্র। চট্টগ্রাম, সিলেট ও দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে এ প্রবেশপথটি একেবারেই ফাঁকা। যাত্রাবাড়ীর সব দোকানপাটও বন্ধ দেখা গেছে। সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। টার্মিনালে কোনো মানুষও নেই। সড়ক মহাসড়কগুলো ধরে আইন শৃঙ্খলাবাহিনীর টহল রয়েছে। সকালে কমলাপুর রেলও স্টেশনও একেবারেই ফাঁকা। স্টেশনের প্রবেশের গেইটও বন্ধ ছিল।