শেরপুরের কর্মহীন শ্রমিকরা পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৭৫০ শ্রমিকের মধ্যে আজ সোমবার খাদ্য সহায়তা তুলে দেন সংসদ সদস্য আতিউর রহমান আতিক। ছবি : এনটিভি
শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৭৫০ শ্রমিক পেল খাদ্য সহায়তা। আজ সোমবার দুপুরে শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক।
শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে খাদ্য বিতরণকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসান প্রমুখ।
স্বাস্থ্যবিধি মেনে ৭৫০ শ্রমিকের প্রতিজনকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি লবণ দেওয়া হয়। এছাড়াও জেলা প্রশাসনের তরফ থেকে তাদের মাস্কও দেওয়া হয়।