শেরপুরে মতিয়া চৌধুরীর কম্বল বিতরণ
শেরপুরের নালিতাবাড়ীতে দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সংসদের উপনেতা ও নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মরিচপুরান ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেগম মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নিয়েছেন বিধায় আজ সুন্দরভাবে দিতে পারছি। আগামীতে সব মানুষের মুখে হাসি ফোটাতে তাঁর সরকার কাজ করবে। এবার তিনি নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউয়িন ও একটি পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির প্রথম ১০ জন করে মোট এক হাজার ৪৮০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ ছাড়া এক হাজার ৩০০ নারী-পুরুষের মধ্যে বিতরণ করেন দুই হাজার ৭৭০টি কম্বল।
এর আগে বেগম মতিয়া চৌধুরী নালিতাবাড়ী পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে ফুলেল সংবর্ধনা জানান।
এ সময় মতিয়া চৌধুরীর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃস্টফার হিমেল রিছিল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, রাশিদা চৌধুরী প্রমুখ।