শ্রীপুরে বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৭২ জন
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি শিক্ষা সফরের বাসে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় বাসটি থেকে দ্রুত নামতে পারায় প্রাণে বেঁচে যান গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭২ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক।
গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী বলেন, ‘শিক্ষা সফর শেষে বাসটি ময়মনসিংহের ভালুকা উপজেলার ড্রীম হলিডে পার্ক থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছলে বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পরে। তাৎক্ষণিক বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নেমে আসেন।’
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’ তবে, অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, ‘বাসে আগুনের ঘটনায় প্রায় আধঘণ্টা মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ ছিল। এতে কেউ হতাহত হননি।’