শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশ : কর্নেল অলি
একটু একটু করে বাংলাদেশও শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা এলডিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কর্নেল অলি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ন্যায় বিচারের মৃত্যু হয়েছে। মানুষ অসহায় হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বেসামাল হয়ে পড়েছে। অন্যায়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে।’
অলি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে রেহাই পাচ্ছে না। তারা শুধু নিজের সরকার, নিজের দল বলে সহ্য করে যাচ্ছে। অদূর ভবিষ্যৎতে বাংলাদেশ, শ্রীলংঙ্কার পরিণতির দিকে এগোচ্ছে।’
‘দেশে আইনশৃঙ্খলা, ন্যায়বিচার, দ্রব্যমূল্য ইত্যাদি সরকারের আয়ত্বের বাইরে চলে গেছে’ উল্লেখ করে অলি আহমদ বলেন, ‘দেশে বর্তমানে হযবরল অবস্থা। এসব অবস্থা থেকে উদ্ধার হওয়ার জন্য পরম করুণাময়ের নিকট প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই।’ তিনি আরও বলেন, ‘সময় এসেছে। অন্যায় অপারাধকারীরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন।’
ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, ‘সরকারের উচিত দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা।’
উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়ার সভাপতিত্বে এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—অ্যাডভোকেট কফিল উদ্দীন, পৌরসভা সভাপতি আইনুল কবির, সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন, বৈলতলী ইউনিয়নের সভাপতি এনাম, অ্যাডভোকেট মাহাবুব, গণতান্ত্রিক যুবদলের সভাপতি মহিউদ্দীন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি হাসান আল মাসুদ, এলডিপি নেতা লেয়াকত আলী প্রমুখ।