সবুজায়ন চায় ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকা সবুজায়ন করতে চায় সংস্থাটি। সেই লক্ষ্যে গণ-বিজ্ঞপ্তি দিয়ে প্রচারণা চালাচ্ছে তারা।
আজ রোববার (১৪ মে) ডিএনসিসি প্রকাশিত গণ-বিজ্ঞপ্তিতে মেয়র আতিকুল ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। বৈশ্বিক উষ্ণায়ন ও ক্রমবর্ধমান নগর কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রভাবে নগর সমূহের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং স্বাভাবিক জীবনধারা ব্যাহত হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন করার জন্য নগরীর প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার একান্ত প্রয়োজন।
আরও বলা হয়েছে, এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকা সবুজায়নের লক্ষ্যে সড়কের ফুটপাথ, সড়কদ্বীপ, পার্ক, খেলার মাঠ ও গণপরিসরে সবুজায়নের বিষয়ে নাগরিক মতামত চাওয়া হয়েছে। নাগরিকদের সুচিন্তিত মতামতের জন্য ডিএনসিসি ওয়েবসাইট http://www.dncc.gov.bd/forms/Street Planting এবং কিউআর ব্যবহার করে ডিএনসিসিকে এ বিষয়ে মতামত জানাতে অনুরোধ জানানো হয়েছে।