সমকামীদের সঙ্গে বন্ধুত্বের ফাঁদ, দুজন রিমান্ডে
সমকামিতার আড়ালে অপরাধের ঘটনায় দুজনকে চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই আদেশ দেন। রিমান্ডের আসামিরা হলেন—মো. তারেক ওরফে তারেক আহম্মেদ (৩২) ও মো. হৃদয় আলী।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক দুদিনের রিমান্ড দেন।
নথি থেকে জানা গেছে, বলা, ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে সমকামী তরুণদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতো একটি চক্র। গত বছরের ১৭ ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এ চক্রের ডাকে ঢাকায় আসেন আমির হোসেন (২৫)।
এরপর চক্রের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে অপহৃত হন তিনি। পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রের সদস্যরা। টাকা না পেয়ে আমিরকে হত্যা করে মরদেহ গুম করে তারা।
পরে গতকাল বুধবার (১৭ মে) ঢাকা ও নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ। সেই মামলায় আজ আসামিদের আদালতে হাজির করে পুলিশ।