সমনের জবাব দিতে সময় পেলেন নায়ক শাকিব খান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/15/shakib_khan_ntv_sh.jpg)
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্ল্যাহ। সেই মামলায় শাকিব খানের জবাব চেয়ে সমন জারি করেছিলেন আদালত। এবার সেই মামলায় জবাব দাখিলের জন্য সময়ের আবেদন করেছেন ঢালিউড তারকার আইনজীবী। পরে, আদালত সেই আবেদন মঞ্জুর করে শাকিব খানকে জবাব দেওয়ার সময় দেন।
আজ সোমবার (১৫ মে) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক সময় আবেদন মঞ্জুর করে জবাব দাখিলের জন্য ৫ জুলাই দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, গত ৩০ এপ্রিল মাসুদুল হকের আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য ১৫ মের দিন ধার্য করেন।
এর আগে গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে শাকিব খানের বিরুদ্ধে মানহানি মামলা করেন রহমত উল্ল্যাহ। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে সেই মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
এরও আগে গণমাধ্যমের সামনে রহমত উল্ল্যাহকে ‘আপত্তিকর’ মন্তব্য করায় শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী। রহমত উল্ল্যাহের বিরুদ্ধে এর আগে দুটি মামলা করেছেন চিত্রনায়ক শাকিবও।