সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. জাহিদ ও সদস্য সচিব কাদের গনি
প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনকে আহ্বায়ক এবং কাদের গনি চৌধুরীকে সদস্য সচিব করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর ও ২৭ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষে পেশাজীবী নেতারা দুই দফা বৈঠকে মিলিত হন।
ওই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেশাজীবী নেতাদের মতামতের ভিত্তিতে গতকাল বুধবার (১৬ নভেম্বর) এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী এক বিবৃতিতে তাদের নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। তাঁরা একই সঙ্গে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত সব পেশাজীবী সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে তারা সব পেশাজীবীকে নিয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদকে সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।