‘সরকারকে হটিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করব’
বর্তমান অবস্থা থেকে উত্তরণে আজকে সময় এসেছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আজকে এই দিনে আমাদেরকে একটাই শপথ নিতে হবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা ধাক্কা দিয়ে এই সরকারকে হটিয়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করব।’
আজ রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এই মন্তব্য করেন।
বিএনপির প্রতিষ্ঠাতার ৪১ তম এই শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ১০ দিনের যে কর্মসূচি ঘোষণা করেছে। এই আলোচনা সভার মধ্য দিয়ে তা শুরু হলো।
মোশাররফ হোসেন বলেন, ‘আজকে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, মুক্তিযুদ্ধের সকল চেতনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল আদর্শ, সকল কর্মসূচি আজকে ধ্বংসের মুখে নিয়ে গেছে আওয়ামী লীগ। আজকে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, ভোটের অধিকার নেই, মানবাধিকার নেই, দ্রব্যমূল্যের ঊধর্বগতিতে মানুষে নিষ্পেষিত।’
বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, অধ্যাপক সাহিদা রফিক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্য দেন।
এ ছাড়া যুব দলের সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের হেলেন জেরিন খান, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব আলোচনা সভায় বক্তব্য দেন।