সরকারি চাকরির আবেদনে ২১ মাস ছাড়
করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিতে আবেদনে প্রার্থীদের বয়সসীমা ২১ মাস ছাড় দিয়ে দেওয়া হয়েছে। কোভিড-১৯ এর কারণে গত বছর ২৫ মার্চ থেকে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ থাকায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এখন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে বয়সসীমার ক্ষেত্রে আবেদনকারীরা ২১ মাস ছাড় পাবেন। তবে এ সিদ্ধান্ত বিসিএসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহ কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়,বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমিত রোগী ধরা পড়ে। এর পর পর্যায়ক্রমে সরকারে ও বেসরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করা হয়।
ওই সময় থেকে সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ স্থগিত হয়ে যায। এতে অনেক চাকরিপ্রার্থীর আবেদনের বয়স শেষ হয়ে যায়। তাদের পুষিয়ে দিতে বয়সে ২১ মাস ছাড় দিয়েছে সরকার।